কিভাবে ইন্ডিয়ান মেডিকেল ভিসা আবেদন করবেন ? যদি ইংরেজিতে পড়তে চান ?
কোথায় করবেন? এবং কাদের মাধ্যমে করবেন
How to Apply Indian Medical Visa?
প্রথমে আপনার পাসপোর্ট ছয় মাসের বেশি মেয়াদ থাকতে হবে I এবং পূর্বে যত পাসপোর্ট থাকবে সব এম্বাসিতে শো করতে হবে I
এনআইডি কার্ড ফটোকপি I
ইউটিলিটি বিল কপি (গ্যাস বিল পানির বিল বিদ্যুৎ বিল ইত্যাদি) I
ব্যাংক স্টেটমেন্ট লাস্ট 3 মাসের এবং মিনিমাম ব্যালেন্স 30,000 অথবা পাসপোর্ট এনডোর্সমেন্ট 150 ইউএস ডলার I
ভিজিটিং কার্ড I
আপনার বাংলাদেশি মেডিকেলের বিগত দিনের মেডিকেল ডকুমেন্টগুলো I (প্রেসক্রিপশন এবং এক্সরে ডকুমেন্টস)
ইন্ডিয়ান মেডিকেল অথবা ডাক্তারের এপোয়েন্টমেন্ট লেটার I
● শিশুদের জন্ম নিবন্ধন এর ফটোকপি দিতে হবে
● গৃহিনীদের মেরেজ সার্টিফিকেট দিতে হবে যদি স্বামী খরচ দেয় ট্রাভেলের
এখন প্রফেশনাল ডকুমেন্টস এর বিষয়ে: Indian Medical Visa/কিভাবে ইন্ডিয়ান মেডিকেল ভিসা
● ব্যবসায়ীদের লাইসেন্স এর ফটোকপি দিতে হবে সাথে ইংলিশে ট্রান্সলেট করে লটারি করে দিতে হবে
● চাকরিজীবীদের ছুটির লেটার দিতে হবে অথবা ট্রাভেল করার অনুমতি পত্র দিতে হবে অবশ্যই অফিসের অথরাইজ করা প্যাডের কোন ঊর্ধ্বতন কর্মকর্তা স্বাক্ষরের মাধ্যমে
● শিক্ষার্থীদের তাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ট্রাভেল করার অনুমতি পত্র জমা দিতে হবে সাথে বাবা মায়ের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে
● গৃহিনীদের তাদের স্বামীর অনুমতি পত্র জমা দিতে হবে এবং স্বামীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে
Indian Medical Visa/কিভাবে ইন্ডিয়ান মেডিকেল ভিসা আবেদন করার জন্য জমা দেবেন কোথায় ?
Dhaka https://www.ivacbd.com/branch/IVAC--DHAKA-(JFP)?ln=en
বাংলাদেশীদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৫টি ভারতীয় ভিসা আবেদনপত্র জমা দেওয়ার সেন্টার রয়েছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক ), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এ অবস্থিত।
0 Comments
Hi!!
Frist Thanks for visiting in my website..
If you have any question and advice. Please let me know