How to Apply Indian Medical Visa কিভাবে ইন্ডিয়ান মেডিকেল ভিসা আবেদন করবেন ?

কিভাবে ইন্ডিয়ান মেডিকেল ভিসা আবেদন করবেন ? যদি ইংরেজিতে পড়তে চান ?

কোথায় করবেন? এবং কাদের মাধ্যমে করবেন

How to Apply Indian Medical Visa?

Note: রোগীর সাথে অবশ্যই একজন অ্যাটেনডেন্স ভিসা নিতে হবে এবং সর্বোচ্চ তিন জন অ্যাটেনডেন্স ভিসার জন্য আবেদন করতে পারবে

প্রথমে আপনাকে Indian Medical Visa/ইন্ডিয়ান মেডিকেল ভিসা করার জন্য উপযোগী ডকুমেন্ট  সংগ্রহ করতে হবে I

প্রথমে আপনার পাসপোর্ট ছয় মাসের বেশি মেয়াদ থাকতে হবে I এবং পূর্বে যত পাসপোর্ট থাকবে সব এম্বাসিতে শো করতে হবে I 

এক কপি ছবি 2/2 ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ড I
 এনআইডি কার্ড ফটোকপি I
 ইউটিলিটি বিল কপি (গ্যাস বিল পানির বিল বিদ্যুৎ বিল ইত্যাদি) I
 ব্যাংক স্টেটমেন্ট লাস্ট 3 মাসের এবং মিনিমাম ব্যালেন্স 30,000 অথবা পাসপোর্ট এনডোর্সমেন্ট  150 ইউএস ডলার I 
ভিজিটিং কার্ড I
আপনার বাংলাদেশি মেডিকেলের বিগত দিনের মেডিকেল ডকুমেন্টগুলো I (প্রেসক্রিপশন এবং এক্সরে ডকুমেন্টস) 
ইন্ডিয়ান মেডিকেল অথবা ডাক্তারের এপোয়েন্টমেন্ট লেটার I

     শিশুদের জন্ম নিবন্ধন এর ফটোকপি দিতে হবে

     গৃহিনীদের মেরেজ সার্টিফিকেট দিতে হবে যদি স্বামী খরচ দেয়  ট্রাভেলের

 

এখন প্রফেশনাল ডকুমেন্টস এর বিষয়ে: Indian Medical Visa/কিভাবে ইন্ডিয়ান মেডিকেল ভিসা

 

    ব্যবসায়ীদের লাইসেন্স এর ফটোকপি দিতে হবে সাথে ইংলিশে ট্রান্সলেট করে লটারি করে দিতে হবে

     চাকরিজীবীদের ছুটির লেটার দিতে হবে অথবা  ট্রাভেল করার অনুমতি পত্র দিতে হবে অবশ্যই অফিসের অথরাইজ করা প্যাডের কোন ঊর্ধ্বতন কর্মকর্তা  স্বাক্ষরের মাধ্যমে

    শিক্ষার্থীদের তাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ট্রাভেল করার অনুমতি পত্র জমা দিতে হবে  সাথে বাবা মায়ের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে

     গৃহিনীদের তাদের  স্বামীর অনুমতি পত্র জমা দিতে হবে এবং স্বামীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে

যদি কোন ফ্যামিলি ভিসার জন্য আবেদন করে, তাহলে তাদের মধ্যে যেকোনো মেম্বার  আর্থিক সাপোর্ট  যে কেওই দিতে পারে I শুধুমাত্র তার ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ আর্থিক বিষয়ে বলি এবং প্রফেশনাল বলি দিতে হবে বা উল্লেখ করতে হবে আর বাকিদের তার সাথে সম্পৃক্ত কিনা সেটা ডকুমেন্ট যেতে হবে এবং তারা কি করে তার একটা প্রমাণ দিতে হবেI

যে সমস্ত ট্রাভেল এজেন্সিরা ইন্ডিয়ান মেডিকেল ভিসা করে থাকেন তাদের কিছু লিস্ট আপনাদের সামনে তুলে ধরা হলো

2. Global Travels https://global24.travel/
3. Tourism Window http://tourismwindow.com/
4. Irving Aviation
6. Akash Bari Holidayhttps://akashbariholidays.com/
7. Horizon Express Ltd. Check Herehttp://www.horizon-exp.com/
8. Explore Holidays http://exploreholidays.com.bd/
10. Share Trip https://sharetrip.net/




Indian Medical Visa/কিভাবে ইন্ডিয়ান মেডিকেল ভিসা আবেদন করার জন্য  জমা দেবেন কোথায় ?

Dhaka https://www.ivacbd.com/branch/IVAC--DHAKA-(JFP)?ln=en

বাংলাদেশীদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৫টি ভারতীয় ভিসা আবেদনপত্র  জমা দেওয়ার সেন্টার রয়েছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক ), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এ অবস্থিত।

ইন্ডিয়ান হাই কমিশন/ইন্ডিয়ান এম্বাসি : AddressPlot No. 1, 3 Park Rd, Dhaka 1212. Phone: 02-55067364
Website:Indian Embassy    শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক বন্ধ থাকে...

0 Comments